মনুষ্যত্বের অধঃপতন
জাকিয়া সুলতানা রুমি
বলো না অর্থনীতি যাচ্ছে জলে
কৃষক ঢালছে দুধ নদীর জলে
শ্রমজীবীরা তবু বাইরে যেওনা
কেউ কান ধরাতে পারবে না
ঘরে থাকো, নিরাপদে থাকো
ক্ষুধার জালায় নাইবা ডাকো
বলো না কথা,সত্য বলা বারণ
শুনো না মিথ্যা,মাথা হবে গরম
খাটের নিচে রয় তেলের খনি
দেখেও যেন কারো নেই জানা
চাল-ডাল চোরের এই দেশে
কারো মুখ খুলতে আছে মানা
ঔষুধের দাম বাড়াও পারো যত
থাকুক রোগী কষ্টে শয্যারত
বাড়িয়ে দাও দ্রব্যেরও দাম
যদিও মানুষের নেই কাম
অনাহারে মানুষ মরুক শত
সভায় বক্তব্য দিক আছে যত
তারা সমাজ গড়ার নেবে ব্রত
এ অকথ্য শুনেছি কত শত
গরীবের ত্রাণ ওরা লুটে খাক
তবু সবাই রয়ে যাক নির্বাক
মৃত্যু মিছিলে শুধুই বেদনা
চোখের জল আর ফেলোনা
রাস্তায় গাড়ির বাড়ছে স্প্রিড
মানুষ মরুক,তাতে কার কি?
মানবে না কেউ নিয়ম কোন
দেশে নেই কোন আইন যেনো
এ সমাজে সততার পুরস্কারে
কত জীবনই হচ্ছে নিঃশেষ
জনতা বাঁচলে বাঁচবে দেশ
আজ এই নীতির দিন শেষ