রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারের নিকটবর্তী নুনদহ ব্রীজের প্বার্শে পায়েল পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে চালকসহ তিনজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
আজ (২০আগষ্ট) শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বালুয়া বাজার হতে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজারে উদ্দেশ্য রওনা দেয় মোটরসাইকেল আরোহীরা। নুনদহ ব্রিজের নিকট গেলে জামালপুর অভিমুখে রাস্তার পূর্ব পার্শ্ব টার্ন নিতে গেলে রংপুর থেকে ঢাকাগামী পায়েল পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। মোটর সাইকেলটি গাড়ির নিচে আটকে যায় ওই অবস্থায় পায়েল পরিবহনের ড্রাইভার ১কিলোমিটার গাড়িটি চালিয়ে নিয়ে গেলে তালতলা নামক স্থানে গাড়িটি থেমে যায়।
মৃত ব্যক্তিরা হলেন তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে করিম (৪৫) মেকার, তালুককানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বড় ভাই তালেব উদ্দিনের ছেলে ভট্টু (৩৮) ও মটর সাইকেল চালক দক্ষিন খুকশিয়া কালুগাড়ী গ্রামের মাহবুল (২৮)।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং গাড়িটি আটক করলেও ড্রাইভার সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।