ময়মনসিংহ বিভাগের শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২১ আগস্ট (শনিবার) সকালে সদর উপজেলার মৃগী নদী থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের অষ্টমীতলার মৃগী নদীতে সকালে স্থানীয়রা অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে সেই বৃদ্ধার মরদেহ সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, মৃগী নদীর এই অংশে নদীর উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহের পরিচয় এবং শনাক্ত করতে তার হাতের ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।