ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার মল্লিকপুর খোঁজখালী এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।
এতে অংশ নেন সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকার কয়েক শতাধিক মানুষ। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে নলছিটির বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।
মানববন্ধন শেষে নদী ভাঙন রোধে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু এমপি, ও পানী সম্পদ প্রতিমন্ত্রীর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর)কাছে স্মারক লিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বালী তাইফুর রহমান তূর্য, এফ এইচ রিভান,মো.মাহবুবুর রহমান, মো. শাহ জালাল, মো.আনিসুর রহমান, ডাঃ সালাম , ডাঃ মাঈনুল ইসলাম মিলন, মো. কামাল,মো.দ্বীন ইসলাম প্রমুখ।
সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে নলছিটি বরিশাল প্রধান সড়কের মল্লিকপুর খোঁজাখালী এলাকায় প্রবল। দ্রুত বাঁধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।