জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
এবারের প্রতিপাদ্য “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।
রবিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্র্যৎ।
পরে বিকেলে সাকোয়া ব্রীজের খালের উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষকলীগ সভাপতি মহাব্বতজান চৌধুরী, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের এমপি এ্যাড. উম্মেকুলসুম স্মৃতির মৎস্য-জলাশয় বিষয়ক প্রতিনিধি খাজা নাজিম উদ্দিন, আমলাগাছী ডিইউ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মাহাবুব হাসান, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক ফিরোজ কবির ও পোনা মাছ সরবরাহকারী শরিফুজ্জামান পল্লব।
এছাড়া পলাশবাড়ী থানা, হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, নিশানতারা এতিমখানার পুকুর ছাড়াও আলশার বিল ও সাকোয়া ব্রীজের খালের উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।