গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, পাঁচ দশকের বিশিষ্ট ছাড়াকার, ছোটগল্প, গান, কবিতা, নাটক, প্রবন্ধ, জীবনঘনিষ্ঠ ফিচার, ভ্রমণকাহিনী লেখক, জেলার সাংবাদিকদের বাতিঘর, গাইবান্ধার প্রথিতযশা সাংবাদিক আবু জাফর সাবু স্মরণে গাইবান্ধায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই নাগরিক শোকসভার আয়োজন করে ‘গাইবান্ধা নাগরিক মঞ্চ’।
সভায় সভাপতিত্ব করেন মঞ্চের জেষ্ঠ্য সদস্য ওয়াজিউর রহমান রাফেল। স্বাগত বক্তব্য দেন মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু। এসময় প্রয়াত আবু জাফর সাবুর ছেলে আবু কায়সার শিপলুসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
নাগরিক শোকসভায় কালো ব্যাজ ধারণ, প্রয়াত আবু জাফর সাবুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, নীরবতা পালন, আবু জাফর সাবুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা আয়োজনে এ নাগরিক শোকসভার সূচনা হয়।
রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বন্ধু-স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি আ্যাড. সৈয়দ শামস্-উল আলম হিরু।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা,মিহির ঘোষ, কবি সরোজ দেব, জহুরুল কাইয়ুম, জাহাঙ্গীর কবীর তনু, ডা. রশিদুল হাসান বকুল, অমিতাভ দাশ হিমুন, দীপক কুমার পাল, কবি শামীম মাহাবুব, আলমগীর কবীর বাদল, ফাতেমা মজিদ জুই, উত্তম সরকার, রেবতী বর্মন, নূর মোহাম্মদ বাবু, মোস্তাফিজুর রহমান মুকুল, প্রবীর চক্রবর্ত্তী, শহিদুল ইসলাম, শিরিন আকতার, পিটু রশিদ, সুজন প্রসাদ, মাহফুজ ফারুক, ফিরোজ কবীর রানা, রোকনউদ্দৌলা, প্রমুখ। নিবেদিত কবিতা পাঠ করেন কবি সোহেল রানা ও অঞ্জলী রানী দেবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফুল ইসলাম বাবু।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট (শনিবার) দিবাগত রাত ১২টা ১৫মিনিটে করোনাক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে আবু জাফর সাবু মৃত্যুবরন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা, স্থানীয় দৈনিক আজকের জনগণের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রংপুর বেতারের ‘ক’ মানের তালিকাভূক্ত গীতিকার ও নাট্যকার হিসেবেও নিয়মিত নাটক এবং গান লিখেছেন। এছাড়াও তিনি গাইবান্ধার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া ও দাতব্য প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেন।