ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার কর্মকার।
প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ১, ২,৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাসলিমা বেগম।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর মেয়রের কার্যালয়ে তাদের প্যানেল মেয়র নির্বাচিত করা হয়।
এ বিষয়ে নির্বাচিত প্যানেল মেয়র তরুণ কর্মকার আমার সংবাদকে বলেন, আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি মহোদয়ের প্রতি। আমি বিগত দিনে জনগণের সেবা করেছি। তাদের সেবার মাধ্যমে আস্থা অর্জন করতে পেরেছি। এরজন্য নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমার প্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় আমার প্রতি আস্থা রেখেছে।
আমি তার নেতৃত্বে এবং মেয়র মহোদয়ের মতামতের ভিত্তিতে ঝালকাঠিকে একটি আলোকিত ঝালকাঠি গড়তে চাই আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এবং আগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চাই। আমি সবার সহযোগিতায় আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো।
উল্লেখ্য, গত ২১ জুন ঝালকাঠি পৌরসভা ও জেলার ৩১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়