বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন প্রাকৃতিক দুর্যোগসহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কোন বিকল্প নেই। ফলজ, বনজ ও ঔষধী সবাই কে কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে হবে।শুধু গাছ লাগালেই হবে না নিয়মিত তার পরিচর্যা করতে হবে।
মঙ্গলবার উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের পেপুলীজোর এবং গোপালপুরের রাস্তায় এমপির নিজস্ব অর্থায়নে ফলজ বৃক্ষ রোপণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, যুগ্ম-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ফিরোজ কবির সুমন,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত,মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রিপন,সাধারণ সম্পাদক মহিদুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা,হরিনাথপুর হাইস্কুলের ৪তলা ভবন উদ্বোধন,হরিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন, কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং পলাশবাড়ী পৌর শহরের নারী সংস্থা কার্যালয় পরিদর্শন করেন।