সাতক্ষীরা তালায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
খুলনা সাতক্ষীরা মহাসড়কে রবিবার (১২সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার হারুন অর রশিদ কলেজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে বলে জানা গেছে।আহতদের মধ্যে ট্রাক ড্রাইভারে অবস্থা আশংখাজনক ।সংঘর্ষে ঘটনায় সকল আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, রবিবার বেলা দেড়টা দিকে উপজেলার পাটকেলঘাটার থানার হারুন অর রশিদ কলেজ সংলগ্ন সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে খুলনা থেকে সাতক্ষীরা গামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ট্রাক ড্রাইভার ও হেলপার সহ ১৫ জন আহত হয়।
আহতরা হল খুলনা জেলার বারান্দির টেকের হাট এলাকার নির্মল মন্ডল (৫০), গিলেতলা এলাকা ইলিয়াস হোসেন (২৫), সাতক্ষীরার সুলতানপুর এলাকার রুনা বেগম (৫০), চোমরখালী গ্রামের সাধনা মন্ডল (৪৫), খুলনা শিরোমনির রেখা বেগম (৩৮) ।এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকীদের নাম পরিচয় জানাযায়নি ।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন,
স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে।তিনি আরো বলেন,সংঘর্ষের খবরে ঘটনাস্থলে হাইওয়ের পুলিশ এসেছে তারা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।