গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৫ সেপ্টেম্বর দিবাগত রাত সারে ন’টায় এবং বারোটার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার,এএসআই মুশফিক ও মাসুদের নেতৃত্বে একটি টিম ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভার বাঁধন পেট্রোল পাম্পের সামনে নিয়মিত চেকিং এর সময় দিনাজপুর হতে ঢাকাগামী এসআর পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে রজনী আক্তারের এর সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৩০ বোতল ফেন্সিডিল সহ হাতে-নাতে আটক করা হয়েছে এবং এসআই আকতার ও এএসআই মমিনুল ইসলামদ্বয়ের সমন্বয়ে ০১টি টিম গোবিন্দগঞ্জ থানার চক কোচমুড়ী (গুচ্ছগ্রাম) হতে শরীরে ফিটিং করা অবস্থায় ২৩ বোতল ফেন্সিডিল সহ মমতা বেগমকে আটক করে।
আটককৃতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মৃত ছহির উদ্দিনের মেয়ে রজনী আক্তার(২৬) ও গোবিন্দগঞ্জের চক কোচমুড়ী (গুচ্ছগ্রাম) এর মৃত মোতালেব এর মেয়ে মমতা বেগম(২৫)।
উদ্ধার কৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ৩১ হাজার টাকা। উক্ত আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে মামলা রুজু হয়েছে।