ময়মনসিংহে শুভ মহালয়া বুধবার থেকে শুরু হলো দূর্গাপূজার ক্ষণগনণা। অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তি প্রতিষ্ঠায় মর্তে এসছেন দেবী দূর্গা। শুভ মহালয়া পূণ্য প্রভাতে দেবী আবাহনের মধ্য দিয়ে বুধবার ভোরে ময়মনসিংহে দুর্গাবাড়ি নাট মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার শুভ সুচনা হয়েছে।
আর্যধর্ম জ্ঞানপ্রদায়িনী সভা আয়োজনে ভোরে চন্ডী পাঠ করেন মন্দিরের প্রধান পুরোহিত নকুল চক্রবর্ত্তী। অনুষ্ঠানে মাতৃ বন্ধনা, সমবেত সঙ্গীত পরিবেশন ও দেবী দুর্গার অসুর বিনাশী মনমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় হিন্দু ধর্মালম্বীদের শত শত ভক্তকুলসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ অক্টোবর পঞ্চমীর সায়ংকালে অকাল বোধনে ধূপের ধোঁয়ায় ঢাক-ঢোলক, কাঁসর-মন্দিরার বাজনায় আর পুরোহিতের ভক্তিকণ্ঠে মধ্য দিয়ে দূর কৈলাশ ছেড়ে দেবী পিতৃগৃহে আসবেন।