ঝলকাঠির রাজাপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড,এ এইচ এম খায়রুল আলম সরফরাজ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, সঞ্জিব কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম,ওসি(তদন্ত) আব্দুল হালিম তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আঃ রাজ্জাক, ৬ ইউনিয়নের ইউপি চেয়্যারম্যান গন সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিগণ।
করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দুর্গাপূজা উদযাপনের উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য থানা পুলিশ, আনসার, ভিডিপি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা পূজা মন্ডপে শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন। রাজাপুর উপজেলা দূর্গা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এ বছর ২১ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।