টাঙ্গাইলের ঘাটাইলে বসতঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় পাশেই পড়েছিল গুরুতর আহত শিশু। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার নিজ বাড়ি তাদের লাশ পাওয়া যায়।
টাঙ্গাইলের র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের সৌদী প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৫), তার ছেলে শাফি (৩), জয়নুদ্দিনের মা জমেলা বেগম ও সুমির পরকীয়া প্রেমিক শাহজালাল ইসলাম সোহাগ (৩০)। শাহজালাল কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।
র্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, জমেলা, সুমি ও শাহজালাল নামের তিনজনের লাশ বসতঘরে পাওয়া গেছে। এসময় সুমির শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ‘
তিনি আরও বলেন, লাশের পাশে ছুরি ও হাতুরি পাওয়া গেছে। সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে আসতেছেন। তারা আসলে লাশ থানায় নেওয়া হবে। পরকীয়ার জেরে এঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন,’
‘একই পরিবারের শাশুরী, ছেলের বউ এবং শাহজালাল নামের এক ব্যক্তির লাশ বসতঘরে পাওয়া গেছে। শাহজালালের সঙ্গে সুমি অবৈধ সম্পর্ক ছিল। প্রায় ৬ মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে গিয়েছিল। শুনেছি তারা বিয়েও করেছিল। পরে সুমির স্বামী বিদেশ থেকে ফিরে আবার তাকে বাড়িতে এনেছিল।’