শপথ গ্রহন করেছেন সাতক্ষীরা তালা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা। সোমবার (১নভেম্বর)সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।তবে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৪নং কুমিরা ইউনিয়নে নির্বাচন না হওয়ায় ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির নবনির্বাচিত ১১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম,জেলা আওয়ামীলীগ নেতা ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করেন, ১নং ধানদিয়া ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলম, ২নং নগরঘাটা ইউনিয়নের মোঃ কামরুজ্জামান লিপু , ৩নং সরুলিয়া ইউনিয়নের শেখ আব্দুল হাই, ৫নং তেঁতুলিয়া ইউনিয়নের মোঃ আবুল কালাম আজাদ, ৬নং তালা সদর ইউনিয়নের সরদার জাকির হোসেন, ৭নং ইসলামকাটি ইউনিয়নের মোঃ গোলাম ফারুক অভি, ৮নং মাগুরা ইউনিয়নের গনেশ দেব নাথ, ৯নং খলিষখালী ইউনিয়নের মোল্লা সাবীর হোসেন, ১০নং খেশরা ইউনিয়নের শেখ কামরুজ্জামান লাল্টু, ১১নং জালালপুর ইউনিয়নের এম,মফিদুল হক লিটু, ১২নং খলিলনগর ইউনিয়নের প্রভাষক প্রণব কুমার ঘোষ।
শপথ গ্রহন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।
###