রাজবাড়ী জেলার পাংশার বাহাদুর পুরে আমেরিকা প্রবাসী তজরুল ইসলাম তপনের জমি দখল করে অবৈধ ভাবে বিল্ডিং করার অভিযোগ উঠেছে। প্রবাসী তপন জানান তাদের দাদার সম্পত্তি দাদার মৃত্যুর পর তাদের বাবা ও তিন ফুপু মালিক হন, আমেরিকা প্রবাসী তপন তার তিন ফুপুর জমি কিনে নেন, তারপর তাদের বাবার চার ছেলে মেয়ের মধ্যে এক ভাই ও এক বোনের জমি কিনে নেন তপন। সেখানে তপন তার নিজের জমিতে ২০০৩ সালে নতুনকুড়ী নামে একটি কিন্ডারগার্টেন স্কুলও গোড়ে তোলেন। ওই জমিতে মোট ৩৭ শতক জমির মধ্যে ২৭ শতক জমির মালিক প্রবাসী তপন, সেখানে নিজের বাবাতি ভাগ ও কেনা জমি সহ ২৭ শতক জমি তপনের বলে তিনি জানান।
তপন দেশের বাইরে থাকায় তারই দুই ভাই জোর করে তপনের জমির উপরে বিল্ডিং গোড়ে তুলছে বড় ভাই সাইফুল ইসলাম তুহিন ও ছোট ভাই তরিকুল ইসলাম তরুন (আবুল খায়ের কোম্পানিতে কর্মরত) । প্রবাসী তপন জনান আমি দুই মাস পর দেশে আসবো জেনে আমারই দুই ভাই আগে ভাগে আমার জমিতে তাদের বিল্ডিং গোড়ে তুলছে, এবং আমার নিজের জমিতে স্কুল তারা ভেংগে দিচ্ছে, তারা যেভাবে বাচ্চাদের স্কুলের ভেতরে বড় বড় গর্ত খুরেছে বিল্ডিং করার জন্য তাতে যেকোন সময় বাচ্চাদের যেকোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ-ব্যাপারে প্রবাসী তপন এর পক্ষে তারই মেজ ভাই তানজুল ইসলাম স্বপন ওই জমিতে আইনি পক্রিয়ায় ইঞ্জেংশন (১৪৪) ধারা জারি করেন। প্রবাসী তপন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।