ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চরকালি বাজাইল গ্রামের আলপনা খাতুন দশ বছর আগে হারিয়ে যান। কিন্তু হারিয়ে যাওয়ার পর তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখুজির পরও আলপনার খবর না পেয়ে একেবারে আশা ছেড়ে দিয়েছিলেন পরিবারের লোকজন। কিন্তু পরিবারের সদস্যরা হঠাত একদিন জানতে পারেন আলপনা ভারতের আগরতলায় আছেন। তাও মানসিক ভারসাম্যহীন অবস্থায়। এরপরই ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে।
অবশেষে আলপনা খাতুনসহ এরকম মানসিক ভারসাম্য অবস্থায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে সে বাংলাদেশে আসেন।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় আখাউড়া স্থলবন্দরের নো-ম্যান্স ল্যান্ডে তাদের ভারত থেকে পাঠানোর সময় ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী কমিশনার কার্যালয়ের হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, প্রথম সচিব মো. রেজাউল হক, প্রথম সচিব ও দূতালয় প্রধান এস এম আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আখাউড়ায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল হাসান, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক সৈয়দ খায়রুল আলম ও ভারত থেকে ফেরা ব্যক্তিদের পরিবারের সদস্যরা।