শেরপুর জেলার শ্রীবরদী থেকে নিখোঁজের ২০দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক হোসেন আলীর লাশ গারো পাহাড়ের নওকুচির মাটির নীচ থেকে উদ্ধার করেছে র্যাব-১৪।
পরিবার ও র্যাব-১৪ সূত্রে জানাযায়, গত ২৬ নভেম্বর শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার সেখদি গ্রামের নিজ বাড়ী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় হোসেন আলী। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরে তার অটোরিকশা ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
বিষয়টি র্যাব-১৪ জানানো হলে র্যাব অনুসন্ধান করে ঝিনাইগাতীর নওকুচি থেকে সুমেল নামে এক ছিনতাইকারীকে আটক করে। তার তথ্যমতে আরেক ছিনতাইকারী শ্রীবরদীর ভেলুয়ার সুজনকে আটক করে। পরে তারা জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা যাত্রীবেশে অটো রিকশায় ওঠে গারো পাহাড়ে নিয়ে যায়, এবং তাকে হত্যা করে মাটির নীচে পুতে রাখে।
আজ দুপুরে র্যাব হোসেনের লাশ উদ্ধার করে।
হোসেনের পরিবার ও এলাকাবাসী এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
এব্যাপারে র্যাব-১৪ এর অধিনায়ক মোঃ রুকনুজ্জামান জানান, আমরা ঘটনাটির তদন্ত করছি। এর সাথে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।