ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে বঙ্গবন্ধু,বঙ্গমাতা, শেখ হাসিনা ও জয়ের প্রতিকৃতি তৈরি করেছেন আব্দুল কাদির নামে এক কৃষক। ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাড়া খালবলা এলাকায় দেখা মেলে এমন দৃশ্যের।
পাড়া খালবালা এলাকার কৃষক আব্দুল কাদির পাড়া খালবলা বন্ধুমহল ডিজিটাল ক্লাব’ সংগঠনের সহযোগিতায় নিজের ৩৩ শতাংশ জমিতে প্রতিকৃতিটি তৈরি করেছেন। সরিষাগাছ ও লালশাকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, পদ্মা সেতু, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধসহ আরেক অনেক কিছুর প্রতিকৃতি।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত বছরও একই জমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে সারা দেশে সুনাম কুড়িয়েছিলেন কৃষক কাদির। তারই ধারাবাহিকতায় বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ও বঙ্গবন্ধুর পরিবারের প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে ফের এমন দৃশ্য তৈরি করেছেন তিনি।
কৃষক আব্দুল কাদির বলেন,আমি যা করেছি তা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারকে ভালোবেসেই। আমি একজন কৃষক,তাই আমি আমার ভালোবাসাটা ফসলের মাঠে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দূরদূরান্ত থেকে লোকজন আসে,খুব ভালো লাগে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন,জাতির জনকের পরিবারের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কৃষকের এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।