যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল হোসেন ওরফে সেলিম ফকিরকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এতদিন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন৷
র্যাবের দাবি, ‘ভাঙা তরী ছেড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির একজন সিরিয়াল কিলার৷ তাঁর বিরুদ্ধে উত্তরবঙ্গে তিনটি হত্যা মামলা রয়েছে। তাঁকে একটি খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
খন্দকার আল মঈন বলেন, সেলিম ফকির একজন খুনি। নিজেকে আড়াল করতে বাউল ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি। তাঁর বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে৷
সেলিম ফকিরের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।