বাগেরহাটের শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ ফেব্রæয়ারি) ভোররাতে উপজেলা সদরের পাঁচরাস্তা বাদল চত্বর মোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
এরা হলেন, তরিকুল ইসলাম ওরফে তারেক হাওলাদার (৪০) এবং রুবেল আহম্মেদ মুন্না (৩২)।
গ্রেপ্তাকৃতদের কাছ থেকে সাত পিচ ইয়াবা, ২০গ্রাম গাঁজা এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুর ২টার দিকে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারেক হাওলাদার উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি গ্রামের মৃত আব্দুল হক হাওলাদারের ছেলে ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের মেজো ভাই এবং রুবেল আহম্মেদ মুন্না রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের হারুন আকনের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচরাস্তা বাদল চত্বর এলাকা থেকে তাদের আটকের পর দেহতল্লাশী করে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। এসময় তারেকের ব্যবহৃত ইয়ামাহা আর-এক্স (রেজিঃ নং-চট্ট মেট্টো-হ-০২-৮৪২১) ও রুবেলের ব্যবহৃত (এ.এফ.আর) পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে।
ওসি আরো জানান। এর আগে তারেক হাওলাদার হরিণের মাংস পাচারকালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। সেই মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে তার নামে।
এছাড়া, তারেক খাদ্য অধিদপ্তরের ফেয়ার প্রাইজ ডিলার থাকাকালে ২০২০ সালের ৪ এপ্রিল ২০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার সময় উপজেলা প্রশাসন তা জব্দ করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তার দায়েরকৃত মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।