ঝালকাঠির রাজাপুরে নিউ শর্মা চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্টে সোমবার রাতে ‘কাব্যিক মানচিত্রে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
‘কাব্যিক মানচিত্রে বাংলাদেশ’ বইটির প্রথম প্রকাশ অমর একুশে বইমেলা ২০২২। লাল-সবুজের পতাকা উড়ে সুবিশার আকাশ ফেড়ে,মাতৃভূমির মায়ায় কাঁদে মন হৃদয় আমার পোড়ে এই ¯েøাগানে বইটি লিখেছেন গ্রন্থস্বত্ব কবি মোঃ আল আমীন। বইটি কাব্যিক মানচিত্রে বাংলাদেশ,ভাষা শহিদ সহ ১০৯ টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে। বইটি সোহরাওয়ার্দী উদ্দানে জলতরঙ্গ পাবলিকেশন ১৬৪ নং স্টলে পাওয়া যাবে। মোঃ সাফায়েতের স ালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি রাজাপুর উপজেলা শাখা’র সভাপতি মো ঃ দুলাল হাওলাদার। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোঃ দুলাল হাওলাদার তার বক্তব্যে বলেন বইটির লেখক মোঃ আল আমিন দেশ মাতৃকার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়ে বইটি লিখেছেন। বইটির মূল প্রবন্ধ পাঠ করেন লেখক আল আমীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বরিশালের আজকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান রানা,এশিয়ান টেলিভিশন, দৈনিক মানবজমিন,দৈনিক দক্ষিণা ল পত্রিকার উপজেলা প্রতিনিধ সাংবাদিক এম খায়রুল ইসলাম পলাশ,দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় উপজেলা প্রতিনিধি সাংবাদিক কঞ্জন কান্তি চত্রæবর্তী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও লেখক আল আমীনের সহকর্মীরা।