বলিউডের আইটেম কুইন সানি লিওন ঢাকা ছেড়েছেন। রোবিবার ১৩ মার্চ সকাল ৯ টায় একটি বিশেষ বিমানে ইন্ডিয়ার উদ্দেশ্য রওনা দেন তিনি। এসময় তার সংগে স্বামী ড্যানিয়েলসহ আরও চারজন সহকর্মী ছিলেন। এসময় সানির চলে যাওয়ার বিষয়টি গোপন রাখা হয়।
১২ মার্চ শনিবার সানি তার স্বামীকে নিয়ে প্রথমবারের মতো ঢাকায় আসেন। কোনো কাজে নয় কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির কন্যার বিয়ে উপলক্ষে তার এই সফর। শনিবার বিকালে ব্যক্তিগত বিমানে ঢাকায় এসেই বলিউড তারকা দেশে এসেই নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরপরই সবাই জানতে পারে সানির পদার্পণ।
তবে তাপসের মেয়ের বিয়েতে সানি লিওনসহ বলিউডের বেশকিছু তারকারা উপস্থিত হন। যাদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে আলাদা আকর্ষণ কাজ করে। দেশের তারকাদের চেয়ে বিদেশি তারকাদের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় সবাই।
বিয়ের গায়ে হলুদের সানি লিওন নিতৃ পরিবেশনা করেন এবং সংগীত শিল্পী কৈলাশ খের গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন। এসময় বলিউডের নার্গিস ফাখরি, নুশরাত জাহান, যশ মিমি চক্রবর্তীসহ দেশের বেশকিছু তারকাদের উপস্থিত হতে দেখা যায়।