করোনার মধ্যেও এ বছর বই প্রকাশ ও বিক্রি আগের চেয়ে বেড়েছে। এবারের মেলায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
এক মাসের মিলনমেলার শেষ দিনে একুশে বইমেলা মেলা প্রাঙ্গণে ছিল বিদায়ের সুর। শেষ দিনেও লেখক, পাঠক, দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা।
বাংলা একাডেমি জানিয়েছে, এ বছর প্রকাশিত হয়েছে ৩ হাজার ৪১৬টি বই। এর মধ্যে মানসম্পন্ন বই ৯০৯টি, যা প্রকাশিত বইয়ের ২৬ শতাংশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এবারের আয়োজন ছিল সফল।
সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, করোনার মধ্যে এবারের বইমেলা আয়োজন করা ছিল একটি কঠিন চ্যালেঞ্জ।
এবছর মেলায় মানসম্পন্ন শিশুতোষ বই প্রকাশের জন্য কথাপ্রকাশক, গুনগত মানসম্পন্ন সর্বাধিক বই প্রকাশের জন্য আগামী, নান্দনিক ষ্টল নির্মানের জন্য পাঠক সমাবেশকে পুরষ্কার দিয়েছে বাংলা একাডেমি।
আগামী বছর আরো সফল মেলা আয়োজন করার হবে আশাবাদের কথা জানিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।