সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়ানের মুড়াকলিয়া গ্রামে রাতের আধাঁরে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। কৃষি জমি ঘেঁষা ঘেরের বেড়িবাধের পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু উত্তোলন করায় কৃষি জমিগুলো এখন ভাঙনের মুখে পড়েছে। এতে করে জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে কৃষকরা।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, মুড়াকলিয়া গ্রামের প্রভাবশালী সাবেক ইউ পি মেম্বার আব্দুল গফুর সরদারের ছোট ছেলে মহাসিন সরদার অবৈধভাবে বালু উত্তোলন করছেন। মহাসিন এলাকার বিভিন্ন মানুষের জমি হারি নিয়ে মৎস্য চাষ করে আসছে। একই জমিতে জমির মালিকগণ ধান চাষ করে থাকেন। কিন্তুু সেই ধান চাষের জমি থেকে অতিরিক্ত মুনাফার জন্য অবৈধভাবে বালু উত্তোলন করে ঠিকাদারের কাছে বিক্রি করছেন তিনি।এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তের এ কাজে বাধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে বলেও জানান তারা। এসময় ঘটনাস্থালে গেলে বালী উত্তোলনকারী মহাসিনকে পাওয়া যায়নি।তবে বালু উত্তোলনে নিয়োজিত শ্রমিকরা জানান,তারা মহাসিনের নির্দেশে বালু উত্তোলন করছেন।
অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু উত্তোলনে একদিকে মারাত্মক হুমকিতে পতিত হচ্ছে ফসলি জমি অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন দ্রæত অপসারন ও অভিযুক্ত মহাসিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
অভিযোগের ভিত্তিতে কৃষি জমি রক্ষায় ইতোমধ্যে উপজেলা প্রশাসন ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে। তবে ঘটনাস্থল থেকে এখনো ড্রেজার মেশিন সরিয়ে নেয়নি বালু উত্তোলনকারী। ড্রেজার মেশিন না সরিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধাঁরে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন।