ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ঈশ্বরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮ টায় ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে সুনীল আকাশে শান্তির পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর পুলিশ, আনছার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরির্দশন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া। শেষে অতিথিগণ বীর মুক্তিযোদ্ধাদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানে তাদেরকে সম্মানিত করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে ফ্রি মেডিকেল সেবা পেতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খানের কাছে বিশেষ কার্ডের দাবি করের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ।