নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বাদ জুমা গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে (গুলিস্তান পার্ক) এই সমাবেশ শুরু হয়।
সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে লোকজন আসতে থাকেন। দুপুর হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্ক। এখানে রাস্তার উপরেই জুমার নামাজ আদায় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
জানা গেছে, সাড়ে ৩টার দিকে মহাসমাবেশে উপস্থিত হবেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিকাল চারটার দিকে বক্তব্য দেবেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ তাদের দাবিগুলো হলো- শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ; ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা-২০২২ বাতিল; স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামি হুকুমত কায়েম।
এর আগে বৃহস্পতিবার দলটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাসমাবেশে সভাপতিত্ব করবেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এছাড়াও বক্তব্য দেবেন নেতৃস্থানীয় ওলামা মাশায়েখ, জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।