ঝালকাঠির রাজাপুরে ২০২২-’২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ, ডিএপি এবং এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের দুই হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এই রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কৃষি অধিদপ্তরের অয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি অনুজা মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উলাহ বাহাদুর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন প্রমূখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উকশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।