বহুল প্রতিক্ষিত কুড়িগ্রাম বাসীর স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়ে গেল কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ড. এ কে এম জাকির হোসেনকে উপচার্য পদে নিয়োগের প্রদানের মাধ্যমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
নব নিযুক্ত উপচার্য ড. জাকির হোসেনের পিতার নাম মোঃ মকবুল হোসেন মাতার নাম জামিলা খানম।তিনি ১৯৬৯ সালের ২৮ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ থানার অন্তর্গত উত্তর বাউচান্দি পাকের মাথা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মঙ্গলবার ২৬শে এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছাঃ রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড এ কে এম জাকির হোসেনকে উপচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপন সুত্র মতে,মহামান্য রাষ্ট্রপতি ও চেন্সেলর এর অনুমোদনক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১ (১০) ১ধারা মোতাবেক ড.এ কে এম জাকির হোসেন অধ্যাপক ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ-কে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।উপচার্য পদে ৪ বছর মেয়াদি এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
অধ্যাপক ড.এ.কে.এম. জাকির হােসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের গিফু ইউনির্ভাসিটি থেকে প্লান্ট ফিজিওলজি অ্যান্ড বায়ােকেমিষ্ট্রি বিষয়ে পিএইচডি এবং জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এগ্রিকালচারাল সায়েন্স থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তীতে ২০০০ সালে সহকারী অধ্যাপক, ২০০৫ সালে সহযােগী অধ্যাপক এবং ২০১০ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।
এ বিষয়ে অধ্যাপক জাকির বলেন, রাষ্টপতি এবং প্রধানমন্ত্রী আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছেন আমি তা সঠিক ভাবে পালন করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের করতে আমি চেষ্টা করে যাব। উত্তরের কৃষিকে উন্নত করতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। উত্তরের কৃষি এবং কৃষক যেন এই বিশ্ববিদ্যালয় দ্বারা উপকৃত হয় সেই লক্ষ্য কাজ করব।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলার সর্ব স্তরের মানুষজন।