ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্ত্রীকে হত্যা করে পালিয়েছিলেন ২৬ বছর আব্দুল আজিজ (৫০), অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুল আজিজ উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে।
বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা সদরের বেবীস্টেন্ড হরিয়া এলাকা থেকে আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক হেলাল উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন,১৯৯৬ সালের ৮ জুলাই উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে পারিবারিক বিরোধে আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করে। ঘটনার পর আব্দুল আজিজকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে ওই মামলায় আদালত যাবজ্জীবন সাজা দেন আব্দুল আজিজকে। পরে গত বছরের সেপ্টেম্বর মাসে আদালত আব্দুল আজিজকে গ্রেপ্তার ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্ট ইস্যুর পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। আব্দুল আজিজ টাঙ্গাইল জেলা সদরের বেবীস্টেন্ড হরিয়া এলাকায় বসবাস করছেন। এমন সংবাদ পেয়ে বুধবার বিকেলে অভিযান চালিয় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল আজিজের বরাত দিয়ে তিনি বলেন,তিনি ওইখানে ভাঙারির ব্যবসা করত। সেখানে নিজের পরিচয় গোপন করে বিয়েও করেছিলেন। সেখানে তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।