ময়মনসিংহের হালুয়াঘাটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক যুবক নিজেকে নবী দাবি করায় সেই প্রতারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাঁর নাম সঞ্জিব রিছিল (৪০), তিনি স্থানীয় গ্রামের নিরীহ মানুষদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসতেন। তাঁর বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় তাঁর নামে মামলা করেন একই গ্রামের আলাল উদ্দিন।
গত বুধবার দিবাগত রাতে সঞ্জিব রিছিলকে জুগলী ইউনিয়নের জয়রামকুড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে ঈসা নবী দাবি করা ওই যুবকের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গী থানার মাগেরসবাড়ী কাচারীপাড়া গ্রামে। তাঁর বাবা শিন্তারাম চিং। তিনি ছোটবেলা থেকেই ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামে তাঁর খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতেই বেড়ে উঠেছেন তিনি। মাঝে মধ্যেই ঢাকা যেতেন। কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করে কওমী মাদ্রাসায় লেখাপড়া করেন। বেশ কিছুদিন আগে তিনি বাড়িতে উঁচু বৈঠকখানা বানিয়ে ধর্মশালা তৈরি করেন। বিভিন্ন রোগের চিকিৎসাও দিতেন তিনি। এছাড়াও তাঁর ব্যক্তিগত এক নারী মুরিদও রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন,তিনি বাড়ি থেকে খুব একটা বের হতেন না। মাঝে মাঝে আজানের সময় উচ্চস্বরে গান বাজাতেন। প্রতিবাদ করলেও তিনি শুনতেন না। পরে হঠাৎ একদিন তিনি নিজেকে ঈসা নবী দাবি করেন এবং মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা শুরু করেন।
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন,আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিষয়ে জানতে পারি। তিনি আমাদের কাছেও নিজেকে ঈসা (আ.) নবী বলে দাবি করেন। তিনি মানুষকে চিকিৎসার নামে প্রতারণার কথা স্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।