সীতাকুণ্ড অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ কর্মীদের নামের তালিকা :
১। জনাব মোঃ রানা মিয়া, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-মানিকগঞ্জ (নিহত)।
২। জনাব মনিরুজ্জামান, নার্সিং অ্যাটেনডেন্ট, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-কুমিল্লা (নিহত)।
৩। জনাব আলাউদ্দিন, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-নোয়াখালী (নিহত)।
৪। জনাব মোঃ শাকিল তরফদার, কুমিরা ফায়ার স্টেশন (নিহত)।
৫। জনবা মিঠু দেওয়ান, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)।
৬। জনাব মোঃ ইমরান হোসেন মজুমদার, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-চাঁদপুর (নিখোঁজ)।
৭। জনাব শফিউল ইসলাম, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-সিরাজগঞ্জ (নিখোঁজ)।
৮। জনাব নিপন চাকমা, লিডার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)।
৯। জনাব রমজানুল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-শেরপুর (নিহত)।
১০। জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-ফেনী (নিহত)।
১১। জনাব মোঃ রবিউল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-নওগাঁ (নিখোঁজ)।
১২। জনাব ফরিদুজ্জামান, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রংপুর (নিখোঁজ)।
উল্লেখ করা প্রয়োজন, ১২ জন নিখোঁজ আছেন। ডেডবডি পাওয়া গেছে ৯ জনের। এর মধ্যে পরিচয় শণাক্ত করা গেছে ৮ জনের। বাকি নিখোঁজ ৪ জনের মধ্যে উদ্ধারকৃত ডেডবডি কার তা এখনো শণাক্ত করা যায়নি।
এছাড়া ফায়ার সাইভসের আহত ১৫ জন কর্মীকে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।