কুমিল্লার লাকসামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পোলাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক জামাল উদ্দিন (৫২) এবং চা দোকানের কর্মচারী পোলাইয়া এলাকার চান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তিনজন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নোয়াখালী যাচ্ছিল। একপর্যায়ে পোলাইয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন ও জাকির হোসেন নিহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।