স্থানীয় পত্রিকা দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়িন্টেফোর ডট কম সম্পাদক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মিলিত স্থানীয় সংবাদকর্মীরা। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে।
রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সংবাদকর্মী সুনীল কান্তি দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু দাউদ, লংগদু প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরমান খান, দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ললিত সি. চাকমা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিককে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফজলে এলাহীকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তারা সমাজের নানান অসঙ্গতি, ভুল-ত্রুটি লেখনির মাধ্যমে সমাজকে সুন্দর পথে চলতে সাহায্য করে। কিন্তু শুধুমাত্র সংবাদ পরিবেশনের কারণে কোনও সংবাদকর্র্মীকে যখন গ্রেফতার করা হয় তখন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। স্বাধীন সাংবাদিকতায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। যা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। অনতিবিলম্বে মামলা বাতিলসহ ফজলে এলাহীকে মুক্তির দাবি জানান বক্তারা।
এর আগে গতকাল সন্ধ্যায় ফজলে এলাহীকে তাঁর অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২০ সালের সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে পৃথকভাবে দুইটি মামলা দায়ের করেন। পরবর্তীতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়।