যে দিকে চোখ যায়, শুধু পানি আর পানি। কোনটা রাস্তা, কোনটা নদী বুঝে ওঠা দায়। কোথাও কোমরসমান তো, কোথাও আবার বুকসমান পানি। গত কয়েক দিন ধরে ভারতের আসামের সর্বত্রই একই চিত্র। বন্যার সঙ্গে ধুকতে থাকা আসামে উঠে এলো এক হৃদয়বিদারক ছবি!
বাড়িতে বুকসমান পানি। আসবাব সরানোর সুযোগ হয়নি। কিন্তু প্রাণে বাঁচতে অনেকেই ঘরবাড়ি ছেড়েছেন। পানির তলায় চলে গিয়েছে শিলচরের বহু ঘরবাড়ি। তেমনই একটি ঘর থেকে সদ্যোজাতকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
শশাঙ্ক চক্রবর্তী নামে এক ব্যক্তি টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে। ক্যাপশনে শশাঙ্ক লিখেছেন, শিলচরে বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক টুকরো মন ছুঁয়ে যাওয়া ছবি।
ভারতের আসামে বন্যায় ইতোমধ্যেই ৪৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ৮২ জনের।