ময়মনসিংহের ত্রিশালের ৫০ মণের ষাড় ‘কালো মানিক’। যার দাম হাঁকা হয়েছে ৪০ লাখ। ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের খামারি জাকির হোসেন সুমন ছয় বছর আগে স্থানীয় বাজার থেকে ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটি ৭৫ হাজার টাকায় কেনেন। শখের গরুটি যত্ন সহকারে লালনপালন করছেন।
শুধু খড়, খৈল, ভুসি, ভুট্টা, ঘাসসহ দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন ‘কালো মানিক’কে। মোটাতাজাকরণের কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি গরুটির শরীরে। বিশাল আকারের কালো মানিককে দেখতে ক্রেতাসহ নানা বয়সের মানুষ প্রতিদিন জাকিরের বাড়িতে ভিড় জমাচ্ছেন। দেখতে আসা অনেকে এটিকে ‘হাতির সঙ্গে’ তুলনা করছেন।
নিজের গরু নিয়ে সুমন মিয়া বলেন, গরুটির রঙের সঙ্গে মিল রেখে নাম রাখি ‘কালো মানিক’। পাঁচ বছরের মাথায় গত কোরবানির ঈদে দাম উঠেছিল ১৫ লাখ টাকা। কিন্তু বিক্রি করিনি। বর্তমানে গরুটির দৈর্ঘ্য ১১ ফুট আর প্রস্থ সাড়ে সাত ফুট। ওজন প্রায় ৫০ মণ। এবার কালো মানিকের দাম চাচ্ছি ৪০ লাখ টাকা।’
বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর জানান, এবারও ক্রেতাদের চাহিদা এবং সুবিধার কথা চিন্তা করে হাটের পাশাপাশি অনলাইনে গরু বেচাকেনার সুযোগ রাখা হবে। হাটগুলোতে থাকবে প্রাণিসম্পদের মেডিক্যাল টিম।