চিকিৎসার কথা বলে বৃদ্ধা মাকে ফেলে পালিয়েছে ছেলে। পরে বৃষ্টিতে ভিজে বৃদ্ধা মা মাজেদা বেগম (৬৫) অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করেন।
বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পরলে তাকে উদ্ধার করে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মচারী শিপন হাওলাদার।
বৃদ্ধা মাজেদা বেগমের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। স্বামীর নাম মৃত চাঁন মিয়া। তার ছেলের নাম শাহ আলম।
স্থানীয়দের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) রাতে শিপন হাওলাদার জানান, সোমবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল সংলগ্ন এলাকার একটি রাস্তার পাশে বসিয়ে রেখে কৌশলে পালিয়ে যায় তার ছেলে ও পুত্রবধূ। পরবর্তীতে বৃষ্টিতে ভিজে মাজেদা বেগম অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্কুল মাঠের পাশের একটি ঘরে বসবাসরত অপর এক নারীর সঙ্গে রেখে আসেন।
শিপন হাওলাদার আরও জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুকে বৃদ্ধার খবরটি দেখতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ জানান, গুরুতর অসুস্থ অবস্থায় বৃদ্ধা নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীর অনেকটা দুর্বল। চিকিৎসার পর তিনি এখন অনেকটাই সুস্থ।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘বিষয়টি খুবই অমানবিক। আমরা প্রথমে ওই বৃদ্ধাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। ওই বৃদ্ধার সঙ্গে যারা এমন অমানবিক আচরণ করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’