চট্টগ্রাম হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে মোঃ শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৯ আগস্ট বেলা ১.৪৫ মিনিটের দিকে হাটহাজারী নাজিরহাট রেল লাইনের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ সিলেট সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন ভূঁয়াইর হাটি গ্রামের মো. জসিম উদ্দিনের দ্বিতীয় পুত্র। সে হাটহাজারী পৌরসভা ৩নং ওয়ার্ড আলীপুর গ্রামের ভাড়া বাসায় থাকে বলে জানা যায়। সে ওই এলাকার ইসলামিয়া আরবীয়া তালীমুল কুরআন মাদ্রাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনাটি পরিদর্শন করে হাটহাজারী উপজেলা নির্বাহি অফিসার শাহিদুল আলম বলেন, এমনিতেই ক’দিন ধরে আমার মন খারাপ কিছুদিন আগেই হাটহাজারীর ১১ জন ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছিল। আজকে আরো একজন হাটহাজারীতে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়। আমি খুবই মর্মাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তার পরিবারকে সহযোগিতা করবো।
এবিষয়ে মাদ্রাসাটির পরিচালক দুঃখ প্রকাশ করে বলেন, আজ মাদ্রাসা বন্ধ ছিল শুধুমাত্র দোয়ার জন্য, যারা আমাদের মাদ্রাসায় অনুদান দেয়, সহযোগিতা করে, তারা দোয়া চেয়েছিল শুধুমাত্র তাদের জন্য দোয়া করতেই ছাত্রদেরকে মাদ্রাসায় আনা হয়। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমরা নামাজরত অবস্থায় ছিলাম। নামাজ শেষে শুনে আমরা সবাই দৌড়ে যায়, গিয়ে দেখি ট্রেনে দ্বি-খন্ডিত হয়ে সে রাস্তায় পড়ে রয়েছে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটি পর আলিপুর রেললাইন এলাকায় তেলবাহি ট্রেনে কাটা পড়লে দ্বীখন্ড হয় শিশু শিক্ষার্থী শাহাদাৎ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি ঘটনাস্থলে রেললাইন গেইটম্যান না থাকায় এই রকম দুর্ঘটনা প্রতি মূহুর্তে পোহাতে হচ্ছে। গেইটম্যান রাখা নিয়ে রেল কর্তৃপক্ষের কোন উদ্যোগ দেখছি না।
হাটহাজারী সদর রেলস্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বলেন, দুপুরে তেলবাহি ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। রেল পুলিশকে এবিষয়ে অবহিত করা হয়েছে।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক মর্গে প্রেরন করেন।