উৎসবের গল্পটা এখন শোকের মাতমে। ঢাকা মেট্রো-গ, বাইশ ৬ বাইশ ৬ শূন্য শূন্য ৮। শেষমেশ আর গন্তব্যে পৌঁছাতে পারেনি দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি। নজিরবিহীন অব্যবস্থাপনা নিমিষেই কেড়ে নিয়েছে একই পরিবারের ৫টি প্রাণ।
ঘটনাস্থল রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোড। সময়টা সোমবার (১৫ আগস্ট) দুপুর গড়িয়ে বিকেল। বরের বাড়ি থেকে ফিরানিতে প্রাইভেটকারে কনের বাড়িতে ফিরছিলেন নবদম্পতি, সঙ্গে ছিলেন আরও ৪ জন।
এমন সময় হঠাৎ গাড়ির ওপর পড়ে বিআরটি প্রকল্পের গার্ডার। মুহূর্তে প্রাণ হারান ৪ জন। নবদম্পতি প্রাণে বেঁচে গেলেও, অবস্থা খুব একটা ভালো নয়। চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গার্ডার তোলার সময় ক্রেন নিয়ন্ত্রণ হারালে ঘটে এই দুর্ঘটনা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাইভেটকারটি গাজীপুর যাচ্ছিল।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্রেন দিয়ে গার্ডারটি উঠানোর কাজ চলতেছিল। প্রাইভেটকার নিচ দিয়ে যাচ্ছিল। তখন গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়। যাতে ঘটে এ দুর্ঘটনা।
এদিকে দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।