বাগেরহাটে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে জব্বার মোল্লা (৫০) নামের এক চা দোকানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শহরের রেলরোড এলাকা থেকে ওই বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আটক জব্বার মোল্লা মৃত হাসমত আলী মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতেন। সে চা বিক্রির পাশাপাশি ইলেট্রিকি মিন্ত্রি হিসাবে কাজ করতেন।
শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সকাল ১০টার দিকে রেলরোডস্থ জব্বার মোল্লার দোকানে বিস্কুট কিনতে যায় শিশুটি। আশেপাশে কেউ না থাকায় শিশুটিকে দোকানের পিছনে শোবার ঘরে নিয়ে জব্বার মোল্লা ধর্ষনের চেষ্টা চালায়। পরবর্তিতে ওই শিশুটি বাড়ী ফিরে তার মাকে ঘটনা জানায়।
বাগেরহাট মডেল থানার (ওসি) তদন্ত মোহাম্মদ মোহাসিন হোসেন বলেন, ২য় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জব্বার মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাগেরহাটে দুই মাদক ব্যবসায়ীর জেল জরিমানা
আবু-হানিফ, বাগেরহাট অফিসঃ
বাগেরহাটের ফকিরহাটে মো. আওয়াল শেখ (২৮) ও মো. সিরাজুল ইসলাম নিকারী (২৫) নামের দুই মাদক কারবারীকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী ও ধনপোতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন আটককৃতদের এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশপ্রাপ্ত মো. সিরাজুল ইসলাম নিকারী (২৫) ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের নুরুল হক নিকারীর ছেলে এবং মো. আওয়াল শেখ (২৮) একই উপজেলার ধনপোতা এলাকার জাকারিয়া শেখের ছেলে। মো. সিরাজুল ইসলামের কাছ থেকে ৩০ গ্রাম ও মো. আওয়াল শেখের কাছ থেকে ৪০ গ্রাম গাজা উদ্ধার করে অভিযানকারীরা।
অভিযানের সময়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ- পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন, উপ -পরিদর্শকমোসাম্মত রাফিজা খাতুন ও ফকিরহাট থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, মাদক কারবারের অপরাধে দুই যুবককে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। মাদক থেকে যুব সমাজকে রক্ষার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।