ঝালকাঠি প্রতিনিধি: লঘু চাপের প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতেও বৈরি আবহাওয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে লঘু চাপের সঙ্গে পূর্ণিমার প্রভাবে জোয়ারে স্থানীয় নদীগুলোতে পানিও বেড়ে চলছে।
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা বলছেন, ভাটায় পানি নেমে গেলেও প্রতিদিন দু’দফা জোয়ারে প্লাবিত হচ্ছে নদী পাড়ের গ্রামাঞ্চল।
সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর থেকেই থেমে থেমে মাঝারি বৃষ্টি পড়ছে। জেলা শহরের সুগন্ধা পাড়ের নতুন চর ও কাঠপট্টির কলাবাগান এলাকায় নতুন করে পানিবৃদ্ধিতে দুর্ভোগে পড়েছেন অসংখ্য পরিবার।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানিয়েছেন, আজ (সোমবার) ভোর ৬ টায় সুগন্ধা, বিশখালি ও বাসন্ডাসহ জেলার সকল নদীতে জোয়ারের পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এর ওপর সকাল থেকেই বৃষ্টি থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।