“কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটে পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নেতৃত্বে এবারের কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে।
পুলিশের সাথে শিল্প কারখানার শ্রমিকসহ সকল পর্যায়ের ব্যাক্তিবর্গদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটে অদ্য ইং ২৯ অক্টোবর/২০২২খ্রিঃ “কমিউনিটি পুলিশিং ডে পালন করা হচ্ছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশ লাইন্স ভরাডোবায় সকাল ০৯.১৫ ঘটিকায় পুলিশ সুপার মহোদয় পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়ানোর মাধ্যমে কমিনিটি পুলিশিং ডে-২০২২ এর আনুষ্ঠানিক কাযক্রম শুরু করেন। অতঃপর সকাল ০৯.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্রধান গেইট হইতে র্যালী শুরু করে মহাসড়ক হয়ে ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড হয়ে ইউনিটের পুলিশ লাইন্স পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে প্ল্যাকার্ড, ফেষ্টুন, ব্যনার নিয়ে কমিউনিটি পুলিশিং সম্পর্কিত বিভিন্ন স্লোগানের মাধ্যমে দীর্ঘ র্যালিটি পুনরায় পুলিশ লাইন্সে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিল্পকারখার মালিক, শিল্প প্রতিষ্ঠানের জিএম, পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ, শ্রমিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বিভিন্ন ফ্যাক্টরির ৩৫০ জন নারী/ পুরুষ শ্রমিকবৃন্দ অংশ নেয়।
র্যালী শেষে সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলেচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মোকলেসুর রহমান, সভাপতি, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশিং ফোরাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ, মহা-ব্যবস্থাপক, শেফার্ড গ্রুপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান (ত্রিশাল উপজেলা), কমিউনিটি পুলিশিং ফোরাম সচিব ও সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথি মহোদয় শিল্পকারখানার মালিক, শ্রমিক ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার এর মাধ্যমে শিল্পকারখানার অপরাধ দমন, বেতন-ভাতা সম্পর্কিত সমস্যা নিরসন, শ্রমিক অসন্তোষ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, শিশু শ্রম প্রতিরোধ, ধর্ষক ইভটিজার-কে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । এছাড়া ময়মনসিংহ শিল্প এলাকায় ফ্যাক্টরি কেন্দ্রিক ৭৬টি কমিউনিটি পুলিশিং কমিটি রয়েছে। কমিটির সংখ্যা আরও বৃদ্ধিতে কার্যক্রম অব্যহত আছে মর্মে জানান। মালিক, শ্রমিক ও পুলিশ একসাথে কাজ করে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুস্থ সমাজ গড়তে পারি। যেকোন জাতীয় দুযোর্গে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে নিয়ে অপরাধমুক্ত, অপরাধভীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার হতে প্রেরিত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।