মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের নারী ও শিশুরা নিরাপদে আছে। মা-বাবা তাদের সন্তানদের বিনা খরচে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারছে। বছরের প্রথম দিনে শিশুরা বিনা মূল্যে বই পাচ্ছে। আর সুন্দর পরিবেশে সন্তানদের পড়াশুনায় করাতে সকল পিতা মাতাই উৎসাহিত হচ্ছে। আর সকল কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারনে। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে, মানুষের আর আগের মত না খেয়ে থাকতে হয় না। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্দ্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় নাগেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাগেরহাট পৌরসভার কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮ হাজার কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। যা মেয়ে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ এবং বাল্য বিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা পৃথিবীতে খুজেও দুই বা তিনটার বেশি দেশ পাওয়া যাবেনা যেখানে কিশোর কিশোরী ক্লাব রয়েছে। বাংলাদেশে কিশোর-কিশোরী ক্লাব থাকায়, সারা বিশ্বের মানুষ বাংলাদেশের প্রশংসা করে থাকেন বলে দাবি করেন মন্ত্রী।
তিনি আরো বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি ৭৫সালের ১৫ই আগস্ট বর্বোরচিত হত্যাকান্ড ঘটিয়েছে। তারা নির্বিচারে জাতির জনকসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে। এই দিন তারা ছোট্ট শেখ রাসেলসহ পরিবারের গর্ভবতীদেরকে হত্যা না করে থাকেনি। আর ২০১৪ -১৫ সালে বিএনপি -জামায়াত বাসের ভিতর পেট্্েরাল বোমা মেরে অসংখ্য নিরীহ মানুষসহ নারী ও শিশুকে হত্যা করেছে। তাই এই খুনিদের হাত থেকে দেশের জনগনকে বাচানোর আহবান জানান এই মন্ত্রী। তিনি বলেন, আগামীতে দেশের জনগনকে নিরাপত্তায় ও নিরাপদে থাকতে পারে, জনগন যাতে পেট ভরে খাবার খেতে পারে এ জন্য শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে বাগেরহাট পৌরসভার কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ,মহিলা ও শিশু বিষয়ক মন্দ্রনালয়ের মহাপরিচালক ফরিদা পারভীন, বাগেরহাট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. শরিফা খানম। এ সময় বাগেরহাট সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনসহ কিশোর- কিশোরী ক্লাবের সদস্য, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে নাগের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শণ করেন মন্ত্রী। এসময় উপস্থিত কিশোর-কিশোরীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন তিনি।