বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনের ডিজিটাল উদ্ভোধনী মেলা।
সোমবার সকালে রায়েন্দা বলেশ্বর রিভার ভিউ পর্যটন স্পটে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাহান উদ্দিন আকন শান্ত আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম ছিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠন, ব্যাংক ও এনজিও সহ ২১টি স্টল প্রদর্শিত হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গনে ভির করতে থাকে। ইউএনও জানান, মেলার লোকেশনের কারনে জমায়েত একটু বেশি হয়েছে। শিক্ষার্থীরাও এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল উদ্ভাবনী সম্পর্কে জানতে পারবে।