শরণখোলার লোকালয়ে সুন্দরবনের একটি রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) ঢুকে পড়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। এ ঘটনায় জনসাধারণকে সচেতন করতে বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
বন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্রেট্রোল গ্রæপের (সিপিজি) সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাচ্চু জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় সুন্দরবন থেকে মরে যাওয়া ভোলা নদী পাড় হয়ে একটি বাঘ সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। বাঘটি ওই গ্রামের আবু ভদ্দর, আসলাম ভদ্দর, আঃ মালেক, হারুন হাওলাদারের বাড়ির পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে। সকালে গ্রামবাসী ওইসব স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগের ভোলা টহল ফাঁড়ির বনরক্ষী আঃ রহিম জানান, গ্রামে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। ধারনা করা হচ্ছে বাঘটি রাতেই আবার বনে ফিরে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে গ্রামবাসীদের সাবধানে চলাচল করতে মাইকিং করা হচ্ছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ সামসুল আরেফিন জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ার কারনে সুন্দরবনের বণ্য প্রাণীরা সহজেই লোকালয়ে ঢুকে পড়তে পারে। সুন্দরবনের বাঘটি তাই পথ ভুলে হয়তো লোকালায়ে ঢুকে পড়েছে। বাঘটি যাতে আর লোকালয়ে না আসতে পারে অথবা বনে ফিরিয়ে নেয়া যায় সেজন্য বন বিভাগের পাশাপাশি বন সুরক্ষায় নিয়োজিত সদস্যরা ওই গ্রামে টহল দিচ্ছে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘটি লোকালয়ে এখনো আছে কিনা তা খুজতে এবং জন সাধারণকে সচেতন করতে বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে। ##