ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। এই ঘোড় দৌড় দেখতে বিভিন্ন এলাকার নারী-পুরষ সহ নানা বয়সী শতে শতে মানুষ ছুটে এসেছেন। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পুখুরীজানা মিলবাড়ী এলাকায় আশ্রাব আলী ফকির এর স্বরণে তিন দিন ব্যাপী ঘোড় দৌড় ও বাৎসরিক মেলার আয়োজন করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইদ্রিস মৃধা, রিয়াজ হোসেন ও লিটন। ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ জালাল হাওলাদার। সোমবার বিকেলে ঘোড় দৌড়কে ঘিরে মাঠ জুরে বসেছে খেলনা সহ বিভিন্ন সামগ্রীর দোকান। বর্ণিল এ আয়োজনে খুশি ঘোড়দৌড় দেখতে আসা দর্শনার্থীরা।আগামীতে আবারও এমন আয়োজনের দাবি তাদের। প্রতিবছরের মতো আগামীতেও এমন আয়োজন করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১০ টি ঘোড়া অংশ নিয়েছে।
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় কালের বির্বতনে প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে এবং এলাকাবাসীর বিনোদনের জন্য স্থানীয় তিন যুবকের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই ঘোড়দৌড় দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন বিভিন্ন বয়সী শতে শতে বিনোদনপ্রেমী নারী-পুরুষ। ঘোড় দৌড়কে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবার উৎসবে মেতে ওঠে স্থানীয়রা। প্রতিটি বাড়ির আত্মীয়-স্বজন আর বন্ধুবান্ধবদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।