দেশে নতুন রেকর্ড করলো স্বর্ণের দাম। বর্তমানে প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ৬৬০ টাকা বেড়ে নতুন দাম করা হয়েছে আট হাজার ৪৭০ টাকা। এতে প্রতি ভরিতে বাড়লে সাত হাজার ৬৯৯ টাকা। নতুন করে প্রতি ভরিতে দাম পড়বে ৯৮ হাজার ৭৯৫ টাকা।
শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে রোববার (১৯ মার্চ) থেকে।
নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৩০১ টাকা করা হয়েছে।
এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভরি এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।