“মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর মনোহরদীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীণ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ মে) মনোহরদীস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও প্রাথমিক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও গেস্ট অব অনার হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত থেকে ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ এসব ল্যাপটপ তুলে দেন।
অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে মনোহরদী ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আতিকুল হোসেন মিলন ও মনোহরদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ রিতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
এসময় আরও বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ্ আলম মুকুল, স্থানীয় সরকার নরসিংদীর প্রকৌশলী আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজীদ খান, রায়পুরা পি.টি.আই সুপারিন্টেনডেন্ট মোক্তাদির আহামেদ, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মনোহরদী শাখার সভাপতি জাকিয়া সুলতানা, মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীন প্রমুখ।
ইতিপূর্বে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ১১৪টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে পারদর্শী করে গড়ে তুলতে শিক্ষা উপকরণ ল্যাপটপ সহায়ক ভ‚মিকা রাখবে এই প্রত্যয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের বরাদ্দকৃত এসব ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্য আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না, মনোহরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসাইন ভুঁইয়া, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।