অবশেষে অধরা চ্যাম্পিয়নস লিগ ধরা দিলো ম্যানসিটির হাতের মুঠোয়। সব বাধা পেরিয়ে ইতিহাস গড়লো তারা। ১৯৯৯ সালে ম্যানইউর পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতলো তারা। শনিবার ইস্তানবুলে ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সিটিজেনরা।
ষষ্ঠ মিনিটে বার্নার্ডো সিলভার শট বাঁ পোস্ট দিয়ে মাঠের বাইরে যায়। পরের ২০ মিনিট ইন্টারের মুহুর্মুহু আক্রমণে ছন্দে থাকতে পারেনি ম্যানসিটি। সিটিজেনদের আক্রমণভাগ ছিল একেবারে নিষ্প্রভ।
মাঝে ইন্টারের অধিনায়ক ব্রোজোভিচ গোলের সুযোগ নষ্ট করেন বল ক্রসবারের ওপর দিয়ে মেরে। ২৬ মিনিটে সিটিজেন গোলকিপার এডারসনের ভুলে বল পান বারেল্লা। তবে তার শট গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
পরের মিনিটেই ম্যানসিটি পরিষ্কার সুযোগ তৈরি করে।কেভিন ডি ব্রুইনার পাস থেকে আর্লিং হাল্যান্ডের বাঁ পায়ের শট কোনোমতে শরীর দিয়ে আটকান ইন্টার কিপার আন্দ্রে ওনানা।
গোলের দেখা না পেয়ে হতাশ ম্যানসিটি বড় ধাক্কা খায় বিরতির আগে। ৩০তম মিনিটে পায়ে চোট পান এই মৌসুমে সব প্রতিযোগিতায় ২৮টি গোল বানানো ডি ব্রুইনা। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেললেও পাঁচ মিনিট পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন। তার বদলে নামেন ফিল ফডেন। ২০২১ সালে চেলসির বিপক্ষে ফাইনালেও ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন বেলজিয়ান মিডফিল্ডার। ম্যাচটি ১-০ গোলে হেরে যায় ম্যানসিটি।