রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ২২৬ নং কক্ষে ‘Higher Education and Funding Opportunities for Bangladeshi Students in the US’ শিরোনামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের আয়োজনে এই কর্মশালায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুপুর আড়াইটায় শুরু হওয়া এই কর্মশালা শেষ হয় বিকেল ৪টায়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন
এডুকেশন ইউএসএ, ইউএস এ্যাম্বাসির ডিরেক্টর মুহাম্মদ সোহেল ইকবাল। কর্মশালায় বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ উন্নত করার কৌশল এবং আইএলটিএস ও জিআরই প্রস্তুতিসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণমূলক দিক-নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, এডুকেশন, ইনোভেশন ও রিসার্চ- এই ৩ মূলমন্ত্রে ২০১৯ সাল থেকে নানামুখী শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব।