পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিতে তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক সমিতি। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
শিক্ষকরা জানান, পিএইচডি সম্পন্ন করে কলেজের শিক্ষকরা ইনক্রিমেন্ট সুবিধা পেলেও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বঞ্চিত। যা শিক্ষা মন্ত্রনালয় ও ইউজিসি’র দৈত্ব নীতির বহিঃপ্রকাশ। এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অধীনে পিএইচডি সম্পন্ন করা কলেজ শিক্ষক এই সুবিধা পাচ্ছেন অথচ বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষক বঞ্চিত হচ্ছেন। যা শিক্ষকদের গবেষণা ক্ষেত্রে নিরুৎসাহিত করছে এবং বেতন বৈষম্য সৃষ্টি করছে। তাই অবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সুবিধা প্রদানের দাবি জানান তারা।
সম্মেলন সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট সুবিধা বন্ধ রয়েছে। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাস্তবায়ন অনুবিভাগ) ২০২১ ও ২০২২ সালে প্রকাশিত পৃথক দুটি স্মারকের বিবরণে ইনক্রিমেন্ট সুবিধা অবিলম্বে কার্যকরের কথা জানায়। কিন্তু সেটা এখন পর্যন্ত সমাধান হয়নি। সরকারি কলেজের শিক্ষকদের ক্ষেত্রেও এমন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সংশোধনী প্রজ্ঞাপনে এই সুবিধা বহাল রাখা হয়। তাই কলেজ শিক্ষকদের মতো ২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ৩টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা কার্যকর করা দাবি জানানো হয়।
এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী ও সাধারণ সম্পাদক অধ্যাপক বোরাক আলী সহ সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।